প্রথম ক্লাসটি হচ্ছে এনালাইসিস এন্ড সাজেশন ক্লাস । এই ক্লাসে টিচার তোমাকে বলে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস দেখিয়ে বলে দিবে কোন টপিক কত বেশি গুরুত্বপূর্ণ । যা দেখে আইডিয়া পাবা কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবেই আসবে ।
তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আমাদের ছোট ছোট টপিকওয়াইজ কনসেপ্ট ক্লাস তোমাকে দ্রুত ঐ টপিকটি বুঝতে সাহায্য করবে ।
কনসেপ্ট যখন ক্লিয়ার তখন ঐ টপিকের উপর আমাদের থাকছে বোর্ড সলভিং ক্লাস । যেখানে সলভিং কৌশলগুলো শিখানো হবে এবং প্রশ্ন সলভ করে দেওয়া হবে ।
পেমেন্ট করার পর আমাদের মোবাইল অ্যাপ এবং আলাদা একটি ওয়েবসাইটের অ্যাকসেস প্রদান করা হবে। সেখানে গোছানো আকারে কোর্সের ক্লাসগুলো পেয়ে যাবে।